বান্দরবানের লামা উপজেলায় দুই সাংবাদিকসহ ৯ জনের নামে হয়রানীমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের চকরিয়ার সাংবাদিকদের সংগঠন চকরিয়া প্রেসক্লাব।
লামা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের লামা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ ও দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক নাজিম উদ্দিন রানার ওপর থেকে অবিলম্বে মিথ্যা হয়রানী, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত এ মামলা প্রত্যাহারের দাবি জানান চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাউল হক এক যৌথ বিবৃতিতে বলেন, দৈনিক যুগান্তরে ‘লামায় বিরোধ মিমাংসায় গিয়ে মামলায় হয়রানি’ শিরোনামে মানববন্ধনের নিউজটি ছিল যথেষ্ট তথ্য সমৃদ্ধ। মানববন্ধন যেই করুক না কেন, নিউজ করা সাংবাদিকে দ্বায়িত্ব। একজন সাংবাদিক হিসেবে উনি উনার দ্বায়িত্ব পালন করেছেন।
কিন্তু প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে মামলা দায়েরের ঘটনাই প্রমাণ করে মামলার বাদীরা নৈতিকভাবে কতটা দুর্বল।
অবিলম্বে মিথ্যা, হয়রানী, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত এই মামলার প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয় বিবৃতিতে।