কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলা সাধারণ ওয়ার্ডের (নং-৬) সদস্য প্রার্থী আবু তৈয়বের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চে এ আদেশ দেন। রিট পিটিশন (নং ১১৪৭৭)।
আবু তৈয়বের পক্ষে রিট পিটিশনটি পরিচালনা করেন আইনজীবি তপন কুমার দে, আইনজীবি মো. কাজল ও আইনজীবি সাইফুদ্দিন।
দুইটি ফৌজদারি মামলায় তথ্য গোপন করার অভিযোগ এনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে আবু তৈয়বের বিরুদ্ধে আপীল অভিযোগ করেন চকরিয়া উপজেলা সাধারণ ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেয়া এডভোকেট জাহাঙ্গীর আলম। ২২ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর কার্যালয়ে অভিযোগের আপীল শুনানী অনুষ্ঠিত হয়। এতে আপীল বিভাগের প্রধান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী শুনানী করে আবু তৈয়বের মনোনয়ন বাতিল করেন। মনোনয়ন বাতিল হওয়ার পরপরই হাইকোর্টে আবেদন করেন জেলা পরিষদ সদস্য প্রার্থী আবু তৈয়ব। ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শুনানী শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপ্রেক্ষিতে আবু তৈয়ব প্রতীক পেতে আর বাধা রইল না।
এদিকে জেলা পরিষদ সদস্য প্রার্থী আবু তৈয়ব মাতামুহুরীকে বলেন, তার বিরুদ্ধে ২০১০ইং একটি ফৌজদারি মামলা হয়েছিল। ২০১২ সালে মামলাটি খারিজ হয়ে যায়। ২০১৭ সালের জেলা পরিষদ নির্বাচনে আবু তৈয়ব সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছি। এছাড়াও ২০২১ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতাও করেছি। দুটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েও প্রার্থীতা বাতিল হয়নি। এবারের জেলা পরিষদ নির্বাচনে আমার বিজয় নিশ্চিত দেখে তার প্রতিদ্ব›দ্বীরা নতুন করে ষড়যন্ত্র করছেন।