1. iliycharman7951@gmail.com : admin :
চকরিয়ায় ছাত্র-শিক্ষক তাড়িয়ে বিদ্যালয়ে তালা! - matamuhuri - মাতামুহুরী
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :

চকরিয়ায় ছাত্র-শিক্ষক তাড়িয়ে বিদ্যালয়ে তালা!

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ পঠিত

অশ্লীল গালি-গালাজ ও মারমুখি আচরণ করে বিদ্যালয় থেকে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের তাড়িয়ে দিয়ে বিদ্যালয়ে তালা দিলো স্থানীয় এক চিহ্নিত দুর্বৃত্ত। (২৬ সেপ্টম্বর) সোমবার সকাল দুপুর ১২টায় চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন ঢেমুশিয়া মোছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা পারভীন, ছাইরা খানম ও তৈয়বা আফরোজা জানান, দীর্ঘদিন ধরে আমরা বিদ্যালয়ে গেলে

স্থানীয় মোছারপাড়ার বাসিন্দা মৃত হেদায়েত আলীর ছেলে আমিনুল মোস্তফা পাঠদানে বাধা সৃষ্টিসহ আমাদের অশালীন গালমন্দ ও প্রাণে হত্যার হুমকিও দিচ্ছেন। কয়েকজন শিক্ষককে মারধরও করে।
সর্বশেষ ২৬সেপ্টম্বর চার শিক্ষক সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে গেলে দেখি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের বাইরে দাড়িয়ে আছে, জানতে পারলাম আমিনুল মোস্তফা তাদের প্রবেশ করতে দিচ্ছেন না। পরে আমরা ঢুকতে চাইলে হঠাৎ আমাদের দিকে তেড়ে আসে আমিনুল মোস্তফা। আমাদের উদ্দেশ্যে অশালীন গালমন্দ করে এবং বিদ্যালয়ে প্রবেশে বাধা সৃষ্টি করে।
তারা আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান মহোদয়কে জানালে তাৎক্ষনিক পুলিশ পাঠান। পুলিশ আসার খবরে দুর্বৃত্ত আমিনুল মোস্তফা পালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর জানান, পুলিশ চলে যাওয়ার পর দুপুর ১২টার দিকে ওই দুর্বৃত্ত আমিনুল মোস্তফা আবারও এসে শিক্ষককে গালমন্দ করে এবং ছাত্রছাত্রীদের বের করে বিদ্যালয়ে তালা মেরে দেয়। নিরুপায় হয়ে আমরা চলে আসি।

চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর মাতামুহুরীকে জানান, দূর্বৃত্ত আমিনুল মোস্তফা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পাঠদানে বাধা দিয়ে আসছে, সে ইতোপূর্বে কয়েকজন শিক্ষককে মারধরও করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে, কিন্তু সে বিশৃংখলা করেই চলছে। সোমবার সকালেও ওই দূর্বৃত্ত একই কান্ড করেছে, শিক্ষকদের অশালীন গালমন্দ করেছে, বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষকদের তাড়িয়ে দিয়েছে। আমিনুল মোস্তফার বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে আবু জাফর বলেন-আমরা কর্তপক্ষকে জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখছি। চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমরা বিষয়টি ইউএনও মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, লোকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা হয়েছে, ওসি চকরিয়াকে বলা হয়েছে, এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়ায় আছে, তাছাড়া তার বিরুদ্ধে শিক্ষকদের করা কয়েকটি মামলা আছে সে গুলো দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych