আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুভ রঞ্জন বড়–য়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই অং মার্মা। সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
এছাড়াও অতিথি ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমরঞ্জন বড়–য়া, সহ-সভাপতি ও কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, জেলা আওয়ামী লীগের সদস্য এনুছা মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। সম্মেলন শেষে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক পদে জমির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।