চট্টগ্রাম শিল্পাঞ্চল-৩, এর পুলিশ সদস্যদের জন্য সেবামূলক সংগঠক “হাসি”র পক্ষ হতে একটি পিউরিপাই বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছেন। অদ্য ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় চট্টগ্রাম নাসিরাবাদ চট্টগ্রাম শিল্পাঞ্চল-৩, পুলিশ সুপার কার্যালয়ে ১১তম মেশিনটি স্থাপন করেন হাসি’র নেতৃবৃন্দ। ফিতা কেটে স্থাপিত মেশিন রুম উদ্বোধন করেন চট্টগ্রাম শিল্পাঞ্চল-৩ পুলিশ সুপার মুহাম্মদ সোলায়মান পিপিএম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্পাঞ্চল-৩, সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম। “হাসি”র প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন মুন্নার সার্বিক সহযোগিতায় এসময়ে সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মহিউদ্দিন, আবদুন নুর আইয়ুব, আবুল হাসনত রাসেল, হামিদ হোসাইন, ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, জিয়াউদ্দিন খালেদ, মহিউদ্দিন সুমন, ইরফানুল আলম হিমেল, সাইফ উদ্দিন, তৌহিদ ইসলাম, আশরাফ জামান, আবুল হাশেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, “হাঁসি”র এ জাতীয় মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। চট্টগ্রামের জনবহুল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান, স্কুল, কলেজ, মেডিকেল ও শহরের বিভিন্ন স্থানে “হাসি”র এ জাতীয় মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।