কক্সবাজার সদর উপজেলা পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। যুদ্ধপরবর্তী দেশের উন্নয়নে সবাই অংশ নিয়েছে তাহলে কেন দেশে সাম্প্রদায়িক সংঘাত হবে? কেন মানুষ নিরাপত্তাহীনতায় থাকবে? এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। আর প্রমানিত হয়েছে যারা সংঘাত বা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে তারা সবসময় ঘৃনিত এমনকি মৃত্যুর পরও মানুষ তাদের ঘৃণার চোখে দেখে। তাছাড়া সাম্প্রদায়িত অস্থিরতা থাকলে কোন দেশ উন্নতি করতে পারেনা। তাই দেশ ও জাতির স্বার্থে সবাই মিলেমিশে থেকে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। একই সাথে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।
২৯ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে কক্সবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে শুরু হওয়া সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা ফেইসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ বা গুজব একই সাথে ভুয়া আইডি বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: জিল্লুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা। এতে বিভিন্ন স্থরের প্রতিনিধি শিক্ষক, শিক্ষার্থী, সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।