চকরিয়া পৌরশহরের সিটি সেন্টারের দ্বিতীয় তলায় শুভ করা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৭৪তম শাখা। রোববার (২অক্টোবর) বিকাল চারটায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মোঃ মাহবুব উল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও ব্যাংকের ডিএমডি এম.ডি ফোরকান উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, অধ্যক্ষ আবু নঈম আজাদ, অধ্যাপক বশির আহমদ, ইউনিক হাসপাতালের আখতার আহমদ এমএ, জমজমের এমডি গোলাম কবির, হাফেজ মাওলানা বশির আহমদ প্রমূখ।
এসময় ব্যাংকের উর্ধ্বতন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল্লাহ অপু। পরে ব্যাংকের সমৃদ্ধি ও সফলতা কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কফিল উদ্দিন।