জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি জানিয়েছে, পিজিসিবি’র ট্রান্সমিশন-১ ফেইল করেছে। তাই জাতীয় গ্রিডের এই সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ ব্ল্যাক-আউট। এই অঞ্চলের সকল গ্রিড বিদুৎ বিচ্ছিন্ন। তাই আপাতত বিদুৎ বিচ্ছিন্ন এই অঞ্চল। এছাড়াও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেন্যান্স) মো. মাসুম আলম বকসী বলেন, আমরা এখনো জানি না যে কী হয়েছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে। শুধু একুটু বলতে পারি যে, দেশের বিভিন্ন এলাকায় এ মুহূর্তে বিদ্যুৎ নেই।