চকরিয়াতে বিশিষ্ট সমাজ সেবক, পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলাের মছুদুল হক মধু জানাজা সম্পন্ন করা হয়েছে। ৬ অক্টোবর বিকালে আমানচর এলাকাতে জানাজা অনুষ্টিত হয়। পারিবারিক সুত্র জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। বুধবার ৫ অক্টোবর চকরিয়া থেকে চট্টগ্রাম নেওয়া হলে রাত ১.২৫ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর এর আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন ।
তিনি স্ত্রীসহ উত্তরাধীকারীসহ অনেক গুণীজন রেখে যান। মরহুমের গ্রামের বাড়ী চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমান চর এলাকাতে ।
বৃহস্পতিবার বাদে আসর চকরিযার পৌর এলাকার আমান চর পাড়া এলাকার মাঠে নামাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় লোকজন সহ কক্সবাজার জেলা, উপজেলার রাজনৈতিক দলের নেতাকর্মী ও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। দলের নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।