কক্সবাজার ভারুয়াখালী ইউনিয়নে হাত পায়ের রগ কেটে একজনকে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম নবাব মিয়া (৪২)। তিনি স্থানীয় আবদুল হক প্রকাশ কালা মিয়ার পুত্র।
১১ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে ভারুয়াখালী ইউনিয়নে বড় চৌধুরী পাড়ায় এ ঘটনা গেছে।
নিহত নবাব মিয়ার ভাই সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট শওকত বেলাল জানান, আমার ভাইকে পূর্ব পরিকল্পিত ভাবে এবং ঠান্ডা মাথায় হাত ও পায়ের রগ কেটে দিয়ে হত্যা করেছে বড় চৌধুরী পাড়ার মৃত নুর আহমদের ছেলে দিদার মিয়া, আয়াছ মিয়া, ইলিয়াছ মিয়া সহ অনেক কয়েকজন। হত্যাকারীদের সাথে একটি মাছ ধরার জাল বেচার কিছু টাকা পাওয়া ছিল নবাব মিয়া। নিহত নবাব মিয়া একজন সাবেক পুলিশ কনস্টেবল ছিলেন। এছাড়া তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
১১ অক্টোবর রাতে আবদু শুক্কুরের বাড়িতে তাদের একটি পারিবারিক বিচার শালিষ করতে গেলে সেখানেই তার উপর হামলা করে তার হাত পায়ের রগ কেটে দেয়। পরে সে কোন মতে উদ্ধার হয়ে বাড়িতে উঠানেই ঢলে পড়ে। পরে তাকে জেলা সদর হাসপাতালে আনলে সেখানেই চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঘটনা শুনার সাথে সাথে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্ত শেষে হয়েছে। এখন মামলার এজাহার পাওয়া গেলে মামলা হবে। আসামীদের ধরার জন্য ইতিমধ্যে পুলিশ কাজ করছে।