কক্সবাজার শহরের মোহাজের পাড়া সংলগ্ন ট্যাংকি পাহাড় এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ি মো; ওসমানকে গলা কেটে হত্যা করা হয়েছে। ১৩ অক্টোবর সকালে পুলিশ ট্যাংকি পাহাড়স্থ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। নিহত ওসমান স্থানীয় নুর আহমদের ছেলে। সে কয়েক বছর যাবত হাসপাতাল সড়কে ফলের ব্যবসা করতো।
এদিকে নিহত ওসমানের পরিবার সূত্রে জানা গেছে, ওসমানরা বুধবার রাত ৯টা থেকে তাদের নির্মানাধীন বাড়িতে আরো ৪-৫ জন বন্ধু নিয়ে মাদকের আসর বসায়। সেখানে তারা দীর্ঘক্ষন থাকার পরে কি হয়েছে কেউ জানেনা পরে সকালে নিহত ওসমানের ভাগ্নে মামার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখলে পেলে সবাইকে খরব দেয়।
এলাকাবাসী এবং স্বজনদের দাবী রাতের বন্ধুদের আটক করা গেলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। এরমধ্যে একই এলাকার গফুর নামের একজনকে চিনে বলে জানান নিহতের পরিবার। তবে স্থানীয়দের ধারনা মাদক সংশ্লিষ্টতার কারনেই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার হেলাল উদ্দিন কবির বলেন, খুব সকালে আমার বাসায় এসে নিহত ওসমানের বোন বলে তার ভাইয়ের লাশ গলাকাটা অবস্থায় ঘরে পড়ে আছে। পরে পুলিশ এবং অন্যান্য আইনশৃংখলা বাহিনীকে খবর দিলে তারা দ্রæত ঘটনাস্থলে আসে। পরে লাশ মর্গে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, কি কারনে এমন জঘন্য হত্যাকান্ড ঘটলো সেটা খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিশেষ করে রাতে কারা কারা নিহত ওসমানের সাথে ছিল তাদের আটক করা করার অভিযান চলছে।