কক্সবাজারের চকরিয়ায় চাঁদাবাজির মামলায় দুই সহোদরসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদ হোসাইন মামলার শুনানীতে এ আদেশ দেন।
জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের চড়িবিল গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী মোমেনা আক্তার মোনা বাদী হয়ে ইতোপূর্বে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা (৪১৭/২০২২) দায়ের করেন। ওই মামলায় ৭জন আসামি মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র সহকারী জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
তবে মামলার আসামী খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসান মুুন্সির ছেলে ইউসুফ (২৫) এজলাসে না দাঁড়িয়ে কৌশলে কোর্ট এলাকা থেকে কৌশলে পালিয়ে যায়।
পরে মামলার অপর ৬ আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালতের বিচারক মো জাহিদ হোসাইন মামলার আসামি খুটাখালী ৫নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে ফজলুর রহমান, তার ভাই আমির সোলতান, মৃত গোলাম কুদ্দুসের ছেলে নুরুল আমিন, নুরুল কবির, নুরুল আবছারের ছেলে মুবিন ও হাফেজ ছৈয়দ হোছনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী মোমেনা আক্তার মোনা বলেন, আসামি ফজলুর রহমান খুটাখালী এলাকার জবরদখলের মুল হোতা এবং আমির সোলতান মুন্সি হলেন একই এলাকার জমি বেচাকেনা সিন্ডিকেটের প্রধান। তাদের সিন্ডিকেটের কাছে সবাই জিম্মি। এই সিন্ডিকেট বারবার হয়রানি করছে বলে দাবী করেন তিনি।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আনোয়ারুল আজিম বলেন, চাঁদাবাজি মামলায় ৭ আসামী জামিন চাইতে আদালতে উপস্থিত হয়। শুনানী শেষে আদালতের বিচারক উপস্থিত ৬ আসামীর জামিন নামঞ্জুর করেন। মামলার অপর আসামি ইউসুফ এজলাসে না দাঁড়িয়ে কৌশলে কোর্ট এলাকা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ইয়াবাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান বাদী পক্ষের এই কৌশলী।
আসামি পক্ষের আইনজীবী চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান বলেন, একটি মামলায় ৭জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত সকলের জামিন নামঞ্জুর করেন। তবে ওইসময় ইউসুফ নামের একজন আসামি কোর্ট এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।
চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আসামি ইউসুফ কোর্টে উপস্থিত না হয়ে পালিয়ে যাওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং বাকি আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।