চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩৯ জন আসামীকে গ্রেফতার করেছে। ১৯অক্টোবর ভোররাত পর্যন্ত পুলিশের একাধিক টিম এসব আসামীদের গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ১৯ অক্টোবর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশের কয়েকটি টিম গঠন করে বিভিন্ন অপরাধের ৩৯জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীও রয়েছে। তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।