বান্দরবানের লামায় মংফুচিং মার্মা (৪৮) নামের এক গ্রাম পুলিশের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করেন, গতরাতে অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংহ্লারী পাড়াস্থ রাস্তায় মৃত পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।
নিহত মংফোচিং মার্মা ৮নং ওয়ার্ডের ইয়াংছা ক্যাচিং পাড়ার মংক্যাচিং মার্মার ছেলে।
জানা যায়, মৃত মংফুচিং মার্মা গতরাত ৯টায় অংহ্লারী মার্মা পাড়ায় এসে অতিরিক্ত মদ পান করেএলোমেলো কথা বলতে দেখা যায়। পরে এলাকাবাসী সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে পাহাড়ের পাশে প্লাস্টিকের বস্তা বিছিয়ে শুয়ে আছে। অনেক ডাকাডাকির পর না উঠায় এলাকার লোকজন গিয়ে দেখে সে মারা গেছে।