1. iliycharman7951@gmail.com : admin :
লামায় গাছ থেকে পড়ে প্রহরীর মৃত্যু - matamuhuri - মাতামুহুরী
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন

লামায় গাছ থেকে পড়ে প্রহরীর মৃত্যু

লামা প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৮৬ পঠিত
গাছ থেকে পড়ে প্রহরীর মৃত্যু

ঝুঁকিপূর্ণভাবে গাছ কাঁটতে গিয়ে আব্দুর রশিদ (৫২) নামে এক প্রহরীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া এই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৫২)। তিনি আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকার মৃত আব্দুল খালেক মেস্ত্রীর ছেলে। আব্দুর রশিদ আজিজনগরের আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রি লিমিটেডে প্রহরীর চাকরি করতেন।

জানা যায়, আব্দুর রশিদ তার নিজ বসত ভিটায় ডাল-পালা কাটতে একটি কাঁঠাল গাছে উঠে। ডাল পালা কাটার সময়  হঠাৎ তিনি পা পিছলে ২০ ফুট উচু গাছ থেকে মাটিতে পড়ে যান। গাছ থেকে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে নাক আর কান দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি মাতামুহুরীকে নিশ্চিত করেছেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন মহরম।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych