চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাদশারটেক নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি বড় ছোরা, ১টি লোহার দা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়। রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ডাকাতদের গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার এসআই রাজিব সরকার জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাদশারটেক নামক স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছোছিল। এসময় গোপন সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চার ডাকাতকে পাকড়া করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের বশির আহমদ বহদ্দারের পুত্র মিশকাতুল মাসাবী (২৬), জিয়াউর রহমানের পুত্র সাগর (২২), ১নং ওয়ার্ডের আমাইন্নাচরের মৃত ফজল করিমের পুত্র আবদুর হামিদ ও ৮নং ওয়ার্ডের স্টেশনপাড়ার সিরাজুল ইসলামের পুত্র রুল ইসলাম জিসাদ। তাদের কাছ থেকে ২টি বড় ছোরা, ১টি লোহার দা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়। চার ডাকাতসহ অজ্ঞাতনামা আরও ৮জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।