কক্সবাজারের চকরিয়ায় কাটাখালী খালে পানিতে নেমে কার্গো বোটের নোঙরের রশি বাঁধতে গিয়ে ডুবে মো.ইছহাক (৩০) নামের এক যুবক নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বৃহস্পতিবার দুপুর১২টার সময় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী খালে নিখোঁজের এ ঘটনা ঘটে।
নিহত মো. ইছহাক (৩০) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. হোসেনের ছেলে।
স্থানীয় মেম্বার হাজী আবু ছালাম জানান, মো. ইছহাক পেশায় দিনমজুর।
সে দুপুর বারোটার দিকে কাটাখালীখালে আসা কার্গো বোটের নোঙরের রশি ঢিল হওয়ায় শক্ত করে বাঁধতে গিয়ে পানিতে ডুব দিয়েই নিখোঁজ হয়ে যায়। পরে বোটে থাকা লোকজন স্থানীয়দের খবর দিলে লোকজন এসে খোজাঁখুজি শুরু করে, না পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরিসহ স্থানীয়রা কাটাখালী খালে খোজাঁখুজি করে দুপুর দুইটার সময় নিখোঁজ মোঃ ইছহাকের মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে।