আফজাল মনির (১৭) নামে এক কলে ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৭ অক্টোবর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সে কক্সবাজার বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ ও চিরিঙ্গা সোসাইটি শাহী জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আবুল কালাম মুরাদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমদ ও উপজেলা যুবলীগ নেতা বেলাল উদ্দিনের ভাগিনা, ঈদগাও থানার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিমপাডা গ্রামের মোহাম্মদ ইলিয়াসের মেজো ছেলে।
আফজাল মনিরের পিতা মোহাম্মদ ইলিয়াস বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর, তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে চট্টগ্রাম হালিশহর পুলিশ লাইনে রয়েছেন। তারা স্বপরিবারে চট্টগ্রামে বসবাস করছেন। ডেঙ্গু রোগে মারা যাওয়া আফজাল মনির চট্টগ্রাম নেভি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তার নানার বাড়ি চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের বাশঘাট রোডে। সে মরহুম গোলাম আলী সওদাগরের নাতি।