চট্টগ্রাম নগরীর থেকে দু’হাজার ইয়াবাসহ পিংকী (২৬) নামে এক হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর চান্দগাঁও খেজুরতলা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাঙ্গুনিয়ার নতুন গ্রাম এলাকার মৃত গুরা মিয়ার সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান। তিনি বলেন, বসতঘরে অভিযান চালিয়ে দু’হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।