চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে ৩৫ কেজি গাঁজাসহ মো. রাসেল (২২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১২টায় নগরীর কোতোয়ালী থানাধীন ব্রয়লার কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষযটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, ‘এক গাঁজা ব্যবসায়ী ব্রয়লার এভিনিউ কলোনি এলাকায় গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছে বলে জানতে পারি। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত পৌনে ১২টায় অভিযান চালিয়ে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী রাসেলকে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা থেকে পাইকারিভাবে গাঁজা ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রয় করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে মাধক আইনে মামলা দায়ের করা হয়েছে।