কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. রেজাউল করিম (৩২) নামে এক ব্যাটারী চালিত রিকশা (টমটম) চালক নিহত হয়েছে। ৭ নভেম্বর সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে এ দূর্ঘটনা ঘটে। রেজাউল করিম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী এলাকার বাসিন্দা আবু ছৈয়দের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে দশটার সময় পৌরশহরের সরকারি হাসপাতাল সড়কের মাথায় পৌঁছালে হঠাৎ তার গাড়ীর একটি চাকা খুলে পড়ে। এসময় অপর একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মারাত্মক ভাবে আহত হয় টমটম চালক রেজাউল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে দুপুর ১টার সময় তিনি মারা যান।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, চকরিয়া পৌরশহরে টমটম চালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।