চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকা থেকে সড়কের পাথর চুরির অভিযোগ উঠেছে। চোরের দল রাতের আধারে প্রতিনিয়ত পাথর চুরি করে নিয়ে যাচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে বার বার নিষেধ দেয়া সত্বেও থামছেনা পাথর চুরি। গত রবিবার গভীর রাত দুইটার দিকে দুই ট্রাক পাথর বিক্রি করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসীর জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকার ব্রিজের পাশে রবিবার রাত ২টার দিকে স্থানীয় সাইফুল ইসলাম নেতৃত্বে ওসমান গণি, মাহিম ও ইব্রাহিম সাবল দিয়ে পাথর গুলো সরিয়ে ফেলে। পরে তারা দুটি ড্রাম ট্রাকে করে ফাঁশিয়াখালীর হাসেরদীগি এলাকায় মোকাররমের পাথর ডিপোতে বিক্রি করেছে। সড়ক থেকে অব্যাহত পাথর চুরির কারণে ঝুকিপূর্ন হয়ে উঠেছে সড়ক ও পাশের ব্রিজটি। সড়কের পাথর চুরির প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ করেছে। দ্রæত সময়ে অপরাধীদের আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সাবেক ইউপি সদস্য এজাহার হোছাইন বলেন, এই মহাসড়ক দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে শতশত গাড়ি চলাচল করেন। দুই জেলার সংযোগ সড়ক হওয়ায় রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় চোরের দল সড়ক থেকে প্রতিদিন সাবল দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন। সড়ক থেকে পাথর চুরি অব্যাহত রাখায় অনেকটা ঝুকিপূর্ন হয়ে উঠেছে। চুরি করা পাথর গুলো হাসেরদীগি ডিপোতে বিক্রি করছেন। এসব অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।