এবার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বন্যহাতির আক্রমণে চিংসাথুই মার্মা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭নভেম্বর) রাত অনুমানিক ১০ টায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, বন্যহাতি আক্রমণে নিহত ব্যক্তি ফাইতং ইউনিয়ন ৮নং ওয়ার্ড ফাদুর বাগান পাড়া বাসিন্দা প্রয়াত চিংমং মারমা কনিষ্ঠ সন্তান, লামা সোনালী ব্যাংক এর অফিসে কর্মচারী উক্যম্রা মারমা পিতা। তার ১ মেয়ে ২ ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে তার স্ত্রী মারা যায়। ছোট দুই সন্তান কোয়ান্টাম রয়েছে। বাড়িতে সে একা ছিল।
এ বিষয়ে ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইচানু মার্মা জানান, রাতে দলচ্যুত বন্যহাতিটি তান্ডব চালালে লোকটা এই শারীরিক দুর্বল এই কারনে লোকটি সরে যেতে না পারায় বন্য হাতির আক্রমণে নিহত হয়েছে।
ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার এলাকার দূর্গম বাসিন্দা চিংসাথুই মার্মার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল বলেন, লামায় হাতি ও মানুষের দ্বন্দ্ব আছে। উভয়ের নিরাপদ আবাসস্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু আছে। নিহত ব্যক্তির জন্য সরকার থেকে বন আইন মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য যে, গত শুক্রবার (৪ নভেম্বর) সকালে লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খারিজা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা ও আমির আলি (৭৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।