1. iliycharman7951@gmail.com : admin :
মাতামুহুরী নদী থেকে শিশু’র লাশ উদ্ধার - matamuhuri - মাতামুহুরী
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :

মাতামুহুরী নদী থেকে শিশু’র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩১৫ পঠিত

মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় মোহাম্মদ আনাছ নামের তিন মাস বয়সী এক শিশু’র লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশুর বাড়ির প্রায় ২০০ মিটার দুরে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
শিশু মোহাম্মদ আনাছ কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম সুরাজপুর মসজিদপাড়ার হোসাইন আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মাতামুহুরী নদীর মাঝের ফাঁড়ি ব্রীজের নিচে শিশু মোহাম্মদ আনাছের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কিভাবে শিশুর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না স্বজনরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি কিভাবে মারা গেছে এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych