কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ সম্পন্ন হয়েছে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ স্লোগানটি ধারন করে ব্যতিক্রমী এই আয়োজন করেছেন সদর উপজলা প্রশাসন। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্ভাবনী মেলায় অর্ধ শতাধিক সরকারি ও বিভিন্ন উদ্যোক্তাদের স্টল সারিবদ্ধভাবে সাজিয়েছে যা দৃষ্টিনন্দন। তাদের নিজস্বতা দেখাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রী বিভিন্ন সেবা দিয়েছে স্টলগুলো। স্টলে সদর উপজেলা প্রশাসনের স্পট জন্মনিবন্ধন সেবা ও উপজেলা ভূমি অফিসের দাখিলা সম্পাদন ও অন্যান্য সেবা চোখে পড়ে। এছাড়াও যে সকল স্টল আলোচনায় ছিল তা হল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর কক্সবট এ্যাপস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রাণি সম্পদ অফিস,উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, সদর মডেল থানা, কক্সবাজার ফায়ার সার্ভিস, মো: ইলিয়াছ মিয়া চৌ: উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক ব্যাংক, স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ইত্যাদি চোখে পড়ে।
অনুষ্ঠানটি উদ্ভোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ। তিনি উদ্ভোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি বক্তব্যে স্মার্ট বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন ও স্মার্ট বাংলাদেশ সম্পর্কে জানতে উপস্থিত শিক্ষার্থী সহ সকলকে আহবান জানান। আয়োজক ও উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়ে তিনি অনুষ্টানের শুভ শুচনা করেন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বলেন, সারাদেশব্যাপী ঘোষিত এই ডিজিটাল উদ্ভাবনী মেলার অংশবিশেষ কক্সবাজার সদর উপজেলা প্রশাসনও এই মেলা’র আয়োজন করেছে। এই মেলার উদ্দেশ্য আমাদের যে সকল সেবা আছে তা জানিয়ে দেওয়া ও ছড়িয়ে দেওয়া। এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর সহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। এখানে সাজানো অর্ধ শতাধিক স্টল সরকারি ও অন্যান্য স্টলগুলো তারা আজ বিনামূল্যে ফ্রী সেবা দিবেন সর্বস্তরের মানুষদের।