কক্সবাজারে আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে এক ব্যবসায়ির বিরুদ্ধে। এর আগেও ইয়াবা সহ আটক হয়ে জেল ফেরত উক্ত ব্যক্তি জামিনে এসে আবারো ইয়াবা ব্যবসা চালাচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজারে কর্মরতএ ক আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তার মাধ্যমে জানা গেছে, সম্প্রতী ঢাকায় আটক হওয়া এক ইয়াবা চালানের মামলার অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় ইগলু ্আইসক্রিম ব্যবসার আড়ালে আজিম উদ্দিন নামের এক ব্যবসায়ি পুরোদমে ইয়াবা ব্যবসা চালাচ্ছে।
তিনি জানান,আজিম উদ্দিন ইতিপূর্বে চট্টগ্রামে ইয়াবা সহ একবার আটক হয়ে বহুদিন জেল খেটে জামিনে ফিরে আবারো আইসক্রিম ব্যবসার আড়ালে মাদক পাচার করছে। তার সাথে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ির ঘনিষ্টতা এবং আর্থিক লেনদেনও রয়েছে। তবে আরো কিছু তথ্য প্রমান পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজিম উদ্দিন দীর্ঘদিন ধরে শহরের সীকুইন মার্কেটের সামনে সুইস নামক একটি কনফেকশানরী দোকান করতো। সেখান থেকেই মুলত ব্যবসায়িক যাত্রা শুরু পরে সেই ব্যবসায়ির কারনে অনেক ইযাবা ব্যবসায়ির সাথে সক্ষতা গড়ে উঠে। একই সাথে অনেক আইনশৃংখলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাড়ে ঘনিষ্টতা। তাই আজিম উদ্দিন পরবর্তীতে জড়িয়ে পড়ে ইয়াবা ব্যবসায়। সবশেষ চট্টগ্রামে ইয়াবা সহ হাতেনাতে আটক হলেও ক্ষমতার জুরে অল্পদিনেই বেরিয়ে আসে। আবারো লোকচুক্ষর আড়ালে আইসক্রিম ব্যবসার আড়ালে এখন মাদক ব্যবসা চালাচ্ছে বলে জানা গেছে।
এব্যাপারে আজিম উদ্দিন জানান, আমি চট্টগ্রামের বাশঁখালীতে একটি ইয়াবা মামলায় দুই নাম্বার আসামী হয়েছিলাম। অনেক দিন জেল খেটেছি তবে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। আর আমি একজন প্রতিষ্টিত ব্যবসায়ি তাই আমার বিরুদ্ধে এখনো কেই ষড়যন্ত্র করছে।