কক্সবাজারে ছুরিকাঘাতে বীচের ফটোগ্রাফার নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ ইউচুপ সে শহরের চন্দ্রিমা ঝরঝরি পাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে। এ ঘটনায় ছুরিকাঘাত করা যুবক সোহেলকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইউচুপ বিকাল ৩ টার দিকে এলাকায় নুর সওদাগেরর দোকানের সামনে আসলে পূর্ব সত্রæতাধরে এলাকার সোহেলের সাথে তার ঝগড়া হয়।
এ সময় সোহেল তার পেন্টের পকেটে থাকা ছুরি বের করে ইউচুপকে বেশ কয়েকটি আঘাত করে এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে পরে স্থানীয় লোকজন গিয়ে সোহলকে আটক করে পুলিশে সোপর্দ করে।