কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পিআইবি পুলিশের তদন্ত টিমের কাছে সাক্ষী দেয়ায় কৃষকের টমেটো ও মরিচ ক্ষেতে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ক্ষেতের সবজি গাছ কেটে দিয়ে ও উপড়ে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের পাশ^বর্তী খিলছাদক ছাদেরকাটাস্থ এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পহঁরচাদা গোবিন্দপুর দক্ষিনপাড়ার বাসিন্দা কৃষক জামালের স্ত্রী নুর আয়েশা বেগম সোমবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আসামি করা হয়েছে, স্থানীয় মৃত আবুল হোছনের ছেলে আবদু ছোবাহান ও মহিম উদ্দিনের ছেলে আরফাত নামের দুইজনকে।
অভিযোগে কৃষক জামালের স্ত্রী নুর আয়েশা বেগম বলেন, বিবাদীর সঙ্গে একমাস আগে আমাদের প্রতিবেশি ওসমান গণির পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানের স্ত্রী মোহছেনা বেগম বাদি হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারকে দায়িত্ব দেন। রোববার ১৩ নভেম্বর পিবিআই পুলিশ তদন্ত কর্মকর্তা বরইতলীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও মামলার সাক্ষীর সঙ্গে কথা বলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ফসলের ক্ষেত গুড়িয়ে দেয়ায় ঘটনায় কৃষকের পরিবার একটি অভিযোগ দিয়েছেন। এব্যাপারে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।