কক্সবাজারের চকরিয়ায় হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে মো. আলমগীর (৪০) নামে এক আসামী পালিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম হোসেনসহ পুলিশের তিন সদস্য সাদা পোশাকে মারমারী মামলার আসামী মো. আলমগীরকে ধরতে যায়। বাড়ি থেকে আলমগীরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়।
এসময় তার পরিবারের লোকজনের হামলায় দুই পলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক আহত দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আশাকরি শীঘ্রই আসামী গ্রেফতার করতে সক্ষম হবো।