কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আকতার হোসেন লিটন (৩২) নামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে এ ঘটনা ঘটে। আহত লিটন ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত ওমর আজিজের ছেলে ও ঠিকাদারি কাজের সাপ্লায়ার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে ব্যক্তি কাজে কৈয়ারবিল খোজাখালী স্টেশন থেকে ব্যক্তিগত কাজে খিলছাদক বাজারে যান লিটন।
এসময় পূর্ব শক্রতার জেরে খিলছাদক গ্রামের মোস্তাক আহমদের ছেলে আলী হোসেন এনাম নেতৃত্বে মো. আলম ও মাহমুদুল করিম লাঠি, রড ও কিরিচ দিয়ে লিটনকে পিটিয়ে মাথা গুরুতর জখম করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজন গিয়ে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আকতার হোসেন লিটন অভিযোগ করেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আমাকে পেয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে মাথায় জখম করেছে। আমাকে পিটিয়ে ব্যবসার নগদ ৬৮হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। সোমবার রাতে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছি। আলী হোসেন এনাম ও তাঁর লোকজন আমাকে হত্যা করতেই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘অভিযোগ পেয়ে থানার একজন উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।