কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা ও লেমশীখালী উচ্চ বিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা, দাতা ও প্রতিষ্ঠাতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, লেমশীখালী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ফজর আলী সিকদার পাড়া ও চৌমুহনী বাজার এলাকার বাসিন্দা মাস্টার শেখ কবির উদ্দিন আহমেদ ১৬ নভেম্বর বুধবার রাত ১০.২৬ মিনিটে ইন্তেকাল করেছেন।
বার্ধক্যজনিত রোগে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি মৃত্যুর পূর্বে মেডিকেলে প্রায় ৪৮ ঘন্টা অবজারভেশন ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
মরহুম শেখ কবির উদ্দিন আহমেদ ১৯৫৮ সালে বদরখালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন, ১৯৬০ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট কৃতিত্বের সাথে পাশ করে সুনাম অর্জন করে। এরপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মজীবন শুরু করে।
তার জীবদ্দশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান ও কুতুবদিয়ার ক্রীড়া অঙ্গনে নিজেকে নিয়োজিত রাখেন। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে লেমশীখালী আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়েছে।