কক্সবাজারের চকরিয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার দুপুর একটায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে ডুলাহাজারা শেখ মুজিব সাফারি পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত হোসেন আদনানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা চৌধুরী সোহান, উপদেষ্টা নুরুল ইসলাম নোহান, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, আজকের পত্রিকার সাংবাদিক বাপ্পী শাহরিয়ার, দৈনিক বাংলার সাংবাদিক ইউসুফ বিন হোসাইন।
এছাড়া বক্তব্য দেন ফুটন্ত কিশোর ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি হামিদ হোসেন, রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মোরাদ, অর্থ সম্পাদক ইমরান হোসেন, সদস্য ইমরান শিশির, খাইরুল ইসলাম, মুবিনুল ইসলাম, শহীদ উদ্দিন এনি, জুবাইরুল ইসলাম সাগর, সালাউদ্দিন, সাদেক হোসেন খোকা, মামুনুল ইসলাম, আবু বক্কর, পারভেজ, রিয়াজ, ইকবাল, সাকিব, সজিব, রিদুয়ান, আরমান, জিহাদ, মিকাত প্রমুখ।