কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার শুভ উদ্বোধন হয়েছে। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) কক্সবাজার সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু যখন দেশের সার্বিক উন্নয়নে কাজ করছি ঠিক তখনি বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল দেশের খেলাধুলা সাহিত্য সংস্কৃতি আধুনিকায়ন করার কাজ করেছে। শেখ কামালের হাত ধরে বাংলাদেশের ফুটবল ক্রিকেট, হকি খেলার সূচনা হয়েছিল।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত অনুষ্টানে সভাপতি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড.সুজিত কুমার দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন, উপজলা শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, জেলা ডিএফএ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা এথলেটিক্স প্রতিযোগিতায় ৩২ টি ইভেন্টে প্রায় ২০০ জন প্রতিযোগি অংশ নেয়। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।