পহরচাঁদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করলেন, ওই বিদ্যালয়ের উপাধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষক জি.এ.এম সাইফুল হক। বুধবার (১ ফেব্রুয়ারি) সাবেক অধ্যক্ষ অবসরে গেলে তিনি ওই পদে স্থলাভিষিক্ত হন। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি ) অধ্যক্ষ আবু সাঈদ আনসারীর অবসরে যাওয়ায় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরণ অনুষ্টানের আয়োজন করে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। সহকারি অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সহকারি মাওলানা মোহাম্মদ আনসার উল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রভাষক মোহাম্মদ বেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি জনাব তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক ইসকান্দর মীর্জা, সহকারি শিক্ষক মনজুরুল আলম প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। জি.এ.এম সাইফুল হক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করায় মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন। ##