পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে জান আলী মোড়া নামক স্থানে সংরক্ষিত বনের ভিতর দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনে টইটং বনবিট ও বারবাকিয়া রেঞ্জের অধীনে ওই জায়গাটি অবস্থিত।
জানা যায়, ওই এলাকায় প্রবাসী আবুল বশর নামক একব্যক্তি সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে।
সুত্র জানায়, ওই প্রবাসী ব্যক্তি বনবিভাগের বিট কর্মকর্তা ও রেঞ্জ অফিসারকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে এ দালান তৈরী করতেছে।
এদিকে ১৯২৭ সালের সংশোধিত বন আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত বনে কোন ধরনের স্থাপনা নির্মাণ বা পরিচালনা না করার নির্দেশনা রয়েছে।
স্থানীয়রা জানান, এ ভাবে সংরক্ষিত বনাঞ্চলে দালান নির্মাণের ফলে বনভূমির জমি দিন দিন কমে যাচ্ছে। যার ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক পরিসংখ্যানে জানা যায়, গত ৫০ বছরে বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে। এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তির ভোগলিপ্সা ও বন রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চরম দুর্ণীতি, অদক্ষতা অব্যবস্থাপনাই বনাঞ্চল ধ্বংস হওয়ার প্রধান কারণ।
এব্যাপারে দালান নির্মাণকারী বাড়ির মালিক আবুল বশরের স্ত্রী তছলিমা বেগম সাংবাদিকদের জানান, আমরা বনবিভাগের কর্তাদের ম্যানেজ করে এ ঘর নির্মাণ করতেছি।
এব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, বিষয়টি আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে বিট অফিসারকে সেখানে অবশ্যই পাঠাবো।