কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল সিংহশাবক রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের চিকিৎসক টিম অসুস্থ ভাই-বোনের চিকিৎসা করছিলেন। তব্ওু বাঁচানো গেলো না ১৬ বছর বয়সী ভাই রাসেলকে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাসেল মারা গেলে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করার পর রাতে ময়নাতদন্ত করে পুঁতে ফেলা হয় পার্কে। ১৫ বছর বয়সী টুম্পা এখনো গুরুতর অসুস্থ। ফলে শোকের ছায়া নেমে এসেছে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম।
তিনি বলেন, খাদ্যগ্রহণে অনীহাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সিংহ রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের মেডিকেল টিম তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছিলেন। তবুও রাসেলকে বাঁচানো যায়নি।
সর্বশেষ তথ্য মতে, টুম্পাও শঙ্কামুক্ত নয়। রাসেল মারা যাওয়ায় পাঁচটি সিংহের মধ্যে এখন আর চারটি রয়েছে। ২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালে টুম্পা জন্মগ্রহণ করে এই পার্কে।