পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী অলস্টার ফুটবল ক্লাবের সাথে ড্র করেও জেলা ফুটবল লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেখ জামাল ক্লাব চকরিয়া।
৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টা ২০ মিনিটে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্টিত হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সর্বশেষ জেলা ফুটবল লীগের চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল ক্লাব।
অন্যদিকে সাবেক জেলা চ্যম্পিয়ন শেখ জামাল ক্লাব চকরিয়া। তবে শেখ জামাল ক্লাব আগে থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তাই এবারের লীগে ১০ পয়েন্ট নিয়ে মাঠে নামা অলস্টারের কাছে জয় ছাড়া বিকল্প কিছু ছিল না।
তবে খেলার শুরুতে মধ্যমাঠে অনেকটা অগুছালো খেলে অলস্টার যার ফল হিসাবে খেলার ১৮ মিনিটে কর্ণার থেকে সরাসরি গোল করে দলকে এগিয়ে নেয় শেখ জামালের বিদেশী খেলোয়াড় ইভান্স।
পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলেও গোলের দেখা পাচ্ছিলনা ফিনিসিংএর অভাবে। বিরতী থেকে ফিরে অনেকাট জালে উঠেছিল অলস্টার ক্লাব। মাঝমাঠ থেকে কয়েকটি আক্রমণ করে বুকে কাপন ধরিয়ে দেয় অলস্টারের খেলোয়াড়রা।
তার ফলও পেয়েছে খেলার ৬৩ মিনিটে রাশেদ চমৎকার ভাবে লম্বা সটে বল জালে জড়ায় শেখ জামালের।
ফলে ১-১ গোলে সমতা আসে। পরে অবশ্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল অলস্টার যদি সুযোগ কাজে লাগাতে পারতো হয়তো শিরোপা তাদের হতো। তবে ইতিহাস লেখা হয়নি। শেষ বাশি বাজা পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়।
ফলে ১৩ পয়েন্ট নিয়ে এবারের লীগ চ্যাম্পিয়ন হয় শেখ জামাল আর ১১ পয়েন্ট নিয়ে রানারআপ হয় অলস্টার ফুটবল ক্লাব।
এদিকে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি ও ফুটবল লীগ আয়োজন কমিটির আহবায়ক পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির বলেন, ১৮ টি দল নিয়ে প্রায় ৬০ ম্যাচ দিয়ে এবারের ফুটবল শেষ হয়েছে। এটা অনেক বড় অর্জন। ফাইনাল হলেও আমরা পুরস্কার বিতরণী অনুষ্টানটা এখন করছি না। কয়েকদিন পরে অতিথি এবং স্পন্সর প্রতিষ্টানের প্রতিনিধিদের উপস্থিতি একটি সুন্দর আয়োজন করে পুরুস্কার দেওয়া হবে।
এদিকে নিজের দল চ্যম্পিয়ন হওয়া এবং সফল ভাবে জেলা ফুটবল লীগ সমাপ্ত করতে পারায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও শেখ জামাল ক্লাবের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
এদিকে দীর্ঘদিন পর হলেও মাঠে এসে খেলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ দর্শকরা।