গত ৬ ফেব্রুয়ারি দৈনিক কালেরকন্ঠ ও ৫ ফেব্রুয়ারি দৈনিক বাকখালী পত্রিকায় ‘চকরিয়ায় স্কিম পরিচালকের কাছে জিন্মি কৃষক’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। যা বাস্তবতার সাথে কোন মিল নেই।
মুল কথা হচ্ছে, চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনা মৌজা ও রামপুর মৌজার একটি অংশে প্রায় ৩৫ একর জমিতে বোরো সহ সবধরণের চাষ করার জন্য সরকার কর্তৃক অনুমোদিত একটি সেচ প্রকল্প। সেচ প্রকল্পটি আমার নামে অনুমোদনের পর গত ২৩ বছর ধরে পরিচালনা করে আসছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে পোস্ট পেইড মিটার (হিসাব নং বি/১৫৭), বর্তমানে প্রি-পেইড মিটার (গ্রাহক নং-২৬৮৪৫০৫৬), মিটার নং ০১০২৩০০৩৯২৪৪ ব্যবহারের মাধ্যমে সেচের পানি দেওয়া হচ্ছে কৃষকদের। বাংলাদেশ বিদ্যু উন্নয়ন বোর্ডের গ্রাহক হিসেবে নিয়মিত বিল পরিশোধ করে আসছি।
মূলত ওই এলাকায় মরহুম আবদুল হাকিম ও আবদুল মজিদ সিকদার গংয়ের নিজস্ব জায়গায় বোরো চাষ ও সবজি চাষে পানি দেওয়ার জন্য সেচ প্রকল্পটি চালু করা হয়েছে। বর্তমানে ওই সেচের আওতায় প্রায় ৩৫ একর জমি চাষী জমি রয়েছে। পাশ^বর্তী অন্যজনের সামান্য জমি থাকলেও মূলত ওই দুই পরিবারের জমি রয়েছে। তাদের জমিতে চাষবাষ করতে সেচ প্রকল্পটি বসানো হয়েছে। গত ২৩ বছর ধরে সেচের পানি পেয়ে কৃষকের ভাগ্য বদলে গেছে। উৎপাদিত হচ্ছে বোরো মৌসুম ছাড়াও শীতকালীন সবধরণের সবজি। সুফল পাচ্ছেন অন্তত পাঁচহাজার কৃষক পরিবারের সদস্য। তাদের পরিবারে ফিরে আসে আর্থিক স্বচ্চলতা। নিয়মিত সেচ প্রকল্পের মাধ্যমে পানি পেয়ে কৃষকরা আনন্দিত। কিন্তু কৃষকরা খুশি হলেও খুশি হতে পারছে না একটিমহল। মহলটি নানাভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে বাসিন্দা বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ জাবের রামপুর মৌজায় একটি সেচ প্রকল্প বসিয়েছে। কৃষকরা বোরো চাষের জন্য পানি নেওয়া প্রায় শেষ পর্যায়ে। ওই সেচ থেকে পানি নেওয়ার জন্য কৃষকদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন মোহাম্মদ জাবের। আমাদের ড্রেন দিয়ে পানি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ভূল বুঝানো হচ্ছে। এমনকী স্থানীয় সাংবাদিকদের ভূল তথ্যদিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। চকরিয়ায় স্কীম পরিচালকের হাতে জিন্মী কৃষকরা এমন সংবাদেও ছাপানো হয়েছে! যা বাস্তবতার সাথে কোন মিল নেই। এধরণের মিথ্যা সংবাদ ও অপপ্রচারে বিভ্রান্তি না হওয়ার জন্য উপজেলা প্রশাসন ও কৃষকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
ফরিদুল আলম
সেচ ম্যানেজার
করাইয়াঘোনা, ৫নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।