আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী এসব কথা বলেন।
প্রধান অতিথি ফজলুল করিম সাঈদী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসব ছড়িয়ে দিতে হবে। এই বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গেছে সেগুলোর পুনর্জন্ম হোক।
এটি আর থেমে থাকবে না। প্রতিবছর আয়োজন করতে করতে হবে। পরে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া চার শ্রেষ্ঠ সন্তানদের নামে শিক্ষার্থীদের হাউজ গুলো পরিদর্শন করেন। তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও দেন প্রধান অতিথি।
চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সিনিয়র শিক্ষক জিএম এনামুল হক, আব্বাছ উদ্দিন, আবু শোয়াইব ও রাসেল উদ্দিন।