চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ার চুরিকে কেন্দ্র করে চোর চক্রের মূল হোতা ধরা ছোয়ার বাহিরে এই শিরোনামে সাপ্তাহিক মাতামুহুরীসহ বিভিন্ন অনলাইন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রতিবেদক ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাকে পথরোধ করে মারধর করার চেষ্টা, হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেন।
উক্ত অভিযোগে সাংবাদিক মো: নাজমুল হুদা বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মান্নান, আনোয়ার হোসেন ও আব্দু রহিম তিনজনের বিরুদ্ধে লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নং-৪৭০।
এ বিষয়ে সাংবাদিক মো: নাজমুল বলেন, দফাদার মান্নানসহ অন্যদের সাথে আমার কোন ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু কেন তারা আমার সাথে এই ব্যবহার করল। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভবিষ্যৎ সব নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরির কথা জানান সাংবাদিক মোঃ নাজমুল হুদা।
হুমকির ঘটনায় লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।
এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।