1. iliycharman7951@gmail.com : admin :
চকরিয়া প্রেসক্লাবের সভাপতিসহ পুরো পরিবারকে হত্যার হুমকি - matamuhuri - মাতামুহুরী
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

চকরিয়া প্রেসক্লাবের সভাপতিসহ পুরো পরিবারকে হত্যার হুমকি

মাতামুহুরী ডেস্ক ::
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭ পঠিত

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদুল ইসলাম চৌধুরীসহ তার পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে একদল সন্ত্রাসী। এঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে এম জাহেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৪৮) করেছেন।

সাংবাদিক জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে বাদীর সামাজিক বনায়নের বাগানে ঢুকে লুটপাট চালায়, গাছ কেটে নিয়ে যায় এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে সন্ত্রাসীরা। এসময় পরিবারের সদস্যদের মারধর করতে এগিয়ে আসেন তিনি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আগুন নেভানোর ব্যবস্থা করে। এঘটনায় গত ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে ৮ জন ৫ ফেব্রæয়ারি চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেন। এরপরে মামলা উঠিয়ে নিতে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘বাগানটি দখল করে কবরস্থান বানাবো। বাঁধা দিতে অথবা বাগানে আসলে বাদীসহ তাঁর আত্মীয়-স্বজনকে প্রাণে হত্যা করবো।’এতে বাদীর পরিবার জানমাল রক্ষা নিয়ে আতঙ্কে রয়েছে।
সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, ‘থানার একজন অফিসারকে সাধারণ ডায়েরী তদন্ত করার জন্য দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych