কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল বলেছেন, ক্রীড়াঙ্গন হচ্ছে আমার জীবনের সফলতা অর্জনের প্রথম সোপান, তাই আমি ক্রীড়াঙ্গনের জন্য সব কিছু করতে প্রস্তুত এক কথায় আমি নিজেকে ক্রীড়ার জন্য উৎসর্গ করবো। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধণা অনুষ্টানে তিনি এসব কথা বলেন, আমি যতদিন জেলা পরিষদের দায়িত্বে আছি সমস্ত ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকের জন্য আমার দরজা খোলা থাকবে।
কোন সময় অনুমতি নিয়ে কাউকে আসতে হবে না। এ সময় তিনি জেলা ক্রীড়া সংস্থার সামনে একটি গেইট এবং পানির ফোয়ারা নির্মাণ করার প্রস্তুতি শ্রতি দেন।
এতে আরো সংবর্ধিত করা হয় জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুকে। ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবছার উদ্দিন সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু, নির্বাহী সদস্য প্রভাষক জসিম উদ্দিন, ওমর ফারুক,আজমল হুদা, আলী রেজা তসলিম, পরেশ কান্তি দে, আমিনুল ইসলাম মুকুল প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ।