বান্দরবানের লামায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ, ২০২৩ ইং) লামার মূখ হাইস্কুলে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিজের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
উদ্বোধক ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
লামা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) শরীৎ কুমার চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মো. জাহেদ উদ্দীন প্রমূখ।
ট্রেইনার ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. সাজিনাতুল মারুয়া, প্রকল্প কর্মকর্তা (এনএএএনডি) এ.এম.সাইফুল ইসলাম, ফেনী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মো. কামরুজ্জামান মিয়াসহ শিক্ষক- শিক্ষার্থী, ইমাম, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
শিশুরা অন্য শিশুদের মতোই শুধুমাত্র তাদের বিকাশ জনিত সমস্যা রয়েছে। শিশু যখন চোখে চোখ রেখে না থাকানো, আনন্দের বিষয়ে আনন্দ না পায়, একই কাজ বার বার করে, কোন কাজ নিষেধ করলে আরো বেশি করে, জিনিস পত্র ছোড়া বা ভেঙ্গে ফেলা সহ বেশ কয়েকটি অটিজমের লক্ষণ রয়েছে, এসব বৈশিষ্ট্য গুলো দেখা দিলে অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর জন্য পরামর্শ গ্রহণ। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সকল বিদ্যালয়ে তাদের ভর্তি নিশ্চিত করতে ও তাদের প্রতি শিক্ষক, অভিভাবকসহ প্রত্যেকে বাড়তি যত্নে নেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য তুলে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল বিষয়ে বিভিন্ন তথাকথিত তুলে ধরেন।