কক্সবাজারের চকরিয়ায় ছাগলে পরিত্যক্ত বাদাম ক্ষেতে ঢুকে গাছ-পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের লোকজনদের মধ্যে সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে উভয় পরিবারের আরও কয়েকজন লোক। এঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, তার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. হারুণের পরিত্যক্ত বাদাম ক্ষেতের গাছ ও পাতা খায় নূর মোহাম্মদের ছাগল। বিকেলে ঘটনাটি মিমাংসা করে দেওয়া হলেও রাতে উভয় পরিবারের লোকজনদের সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, রাত সাড়ে ৯ টার দিকে লাঠিসোটা ও দা নিয়ে সংঘর্ষ হয়। ওইসময় কুলছুমা এগিয়ে আসলে তাকে কোপাতে থাকে প্রতিপক্ষরা। এতে উভয় পরিবারের কয়েকজন আহতও হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এঘটনায় জেমি আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।