চট্টগ্রাম আকবর শাহ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রিদুয়ানুল হক (৩৬) কে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। শনিবার রাতে ফাঁসিয়াখালীর অলিশাহ বাজার থেকে তাকে গ্রেফতারে পর রবিবার (৫ মার্চ) বিকালে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধৃত রিদুয়ান চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দিগর পানখালী গ্রামের মৃত সোলতান আহমেদের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, গত বছরের ২৯ এপ্রিল রাতে সিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম আকবর শাহ থানা এলাকার হোটেল গ্রীণওয়েতে অভিযান চালায়। ওই সময় ১৮’শ পিস ইয়াবাসহ রিদুয়ানুল হক রিয়ান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করে।
রিয়ানে স্বীকারোক্তি মতে তার সাথে রিদুয়ানকেও আসামী করে আকবর শাহ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ৩০ এপ্রিল। ওই মামলার বাদী গোয়েন্দা পুলিশের এসআই ইয়াছির আরাফাত তদন্তে সত্যতা পেয়ে গত বছরের ৩১ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে ধৃত রিয়ান ও পলাতক রিদুয়ানকে অভিযুক্ত দেখিয়ে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন পর সেই মামলার পলাতক আসামী রিদুয়ানুল হককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে চকরিয়া থানা পুলিশ।