ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার মূল্যবান মালামাল পুড়ে যায়। সোমবার গভীর রাত ১টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রপার কাকারায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রপার কাকারা নামক স্থানে আবদুর রশিদ শামীমের মুদির দোকান রয়েছে। তার দোকানে বিভিন্ন মালামালের পাশাপাশি ফ্রিজ, ফঠোষ্ট্যাট মেশিন রয়েছে। সোমবার রাত ১টার দিকে হঠাৎ করে পাশের নাছির উদ্দিনের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। প্রথমে চায়ের দোকানটি মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরইমধ্যে চায়ের দোকানের আগুনের লেলিহান শিখা আবদুর রশিদ শামীমের মুদির দোকানে গিয়ে পড়ে। তার দোকানের চারপাশ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। টানা এক ঘন্টা ধরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হন। পরে চকরিয়া দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এরমধ্যে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
দোকানের মালিক আবদুর রশিদ শামীম ও তার ভাই আবু নোমান ছিদ্দিক জানান, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ভালভাবে মুদির দোকানের ব্যবসা করছিলাম। ঠিকমতো সংসারও চলছিলো। কিন্তু আগুনে দোকান পুড়ে যাওয়ায় ভবিষ্যৎ সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কিভাবে ঋনের টাকা শোধ করবো তা বুঝে উঠতে পারছি না। দোকানের প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিস জানায়, রাত ১টার দিকে আমাদের ফোন করার পরপরই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণ আনলেও দোকান দুটির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।