চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমের জৈষ্ঠ্য পুত্র সিনিয়র সহকারি জজ রাগীব মাহতাব সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সাংবিধানিক আইনে অধ্যয়ন করার বিরল কৃতিত্ব অর্জন ও তার সহধর্মীনি ও বিশ^ বিখ্যাত অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত সাইমি ওয়াদুদ ঢাকা বিশ^বিদ্যালয়ের আইনবিভাগে প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার বিকাল চারটায় চকরিয়া পৌরএলাকার হাসপাতাল রোডস্থ নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা সরওয়ার আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম, আবছার উদ্দিন মাহমুদ, নুরুল আবছার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, পরিমল বডুয়া, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক জহিরুল আলম সাগর, সাংবাদিক বাপ্পি শাহরিয়ার, সাংবাদিক রাজু দাশ, সাংবাদিক ইউছুপ বিন হোছাইন, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির নেতা কাইছারুল হক ও মহিলা আওয়ামীলীগ নেত্রী ইয়াছিন আক্তার।