কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সাজ্জাদ কুতুবদিয়া উপজেলার লেমশাখালী ইউনিয়নের গাইট্যাখালী এলাকার মোহাম্মদ হাছানের ছেলে।
২৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই সাজ্জাদুল ইসলাম মানিক বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাজের সুবাদে দীর্ঘদিন পেকুয়া চৌমুহনী বাসা ভাড়া থাকার সুবাদে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সাজ্জাদের। প্রায় ছয় বছর ধরে চলমান সম্পর্কে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে সাজ্জাদ। সর্বশেষ গত ১৮ মার্চ ( শনিবার) বিয়ের আশ্বাস দিয়ে সাজ্জাদ তার ভাড়া বাসায় তরুণীকে ঢেকে নিয় একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে অভিযুক্ত সাজ্জাদের পিতা ঘটনাস্থলে গিয়ে বিয়ের ফর্দ করেন। ছয় লক্ষ টাকার কাবিনে বিয়ের সীদ্ধান্ত চূড়ান্ত করেন উভয়ের পরিবার। আনুষাঙ্গিক ও বরের খরচ ববাদ ওইদিন ছেলের পিতাকে নগদ একলক্ষ টাকা বুঝিয়ে দেয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে বরপক্ষ আর মেয়ে নিতে আসেনি।
ভুক্তভোগীর ভাই সাজ্জাদুল ইসলাম মানিক বলেন, আমাদের সাথে প্রতারণা করে সাজ্জাদ ও তাঁর পিতা টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে। একইসাথে তাঁরা আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।