চকরিয়া উপজেলার কোনাখালী ও কাকারা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ সোমবার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের হাতে ইফতার সামগ্রী ও নগদ টাকা দেওয়া হয়।
এদিন সকালে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রপার কাকারায় আগুনে পুড়ে যাওয়া দোকান এবং বসত ঘরের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
অপরদিকে একইদিন বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী কোনাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুরুইত্যাখালী এলাকায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়া ১৫ ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান ও ইফতার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফুটবল কোচ নুরুল আবছার, কোনাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইখতিয়ার উদ্দিন বকুল, পরিষদের মেম্বার মোহাম্মদ লায়েক।