বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮ এপ্রিল, ২৩ ইং) সকাল সাড়ে ৯টায় লিগ্যাল এইড বিশেষ কমিটি, লামা চৌকি আয়োজনে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামা একই স্থানে এসে শেষ হয়ে পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লামার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
আরও লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, এএসপি লামা (সার্কেল) মো. আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী, লামা আইজীবি সমিতির সভাপতি সাদেকুল মাওলা ইরাক, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এ্যাড.মামুন মিয়াসহ সি.আইজীবিবৃন্দ, ইউপি চেয়ারম্যান ক্রমান্বয়ে ছাচিং প্রু মার্মা, মো. জসিম উদ্দিন, মিন্টু কুমার সেন, নুরুল হোসাইন চৌধুরী, ইদ্রিস কোংসসহ সাংবাদিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসময় বক্তরা বলেন, লিগ্যাল এইড কমিটির মাধ্যেমে সমাজের অসহায়, দুঃস্থ,দরিদ্র, নির্যাতিত মানুষেরা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানান।